এই সুখ বেদনার মূল
যা করেছি সবই ভুল
                           অশনি সংকেত চারপাশে  
কোথায়  কেমন করে
আমিও গিয়েছি মরে
                          মহাকাল আজ শুধু হাসে  ।

একদা করুণ চোখে
যারা রেখেছিল বুকে
                            তাদের ভুলেছি অবহেলে
তারা তো বেসেছে ভালো
হৃদয়ে দিয়েছে আলো
                           তাদের দিয়েছি দূরে ঠেলে।  

এখন আমার সুখ
সুখ নয় এ অসুখ
                         হৃদয়ের বেদনা অতল
শিকড় ছিঁড়েছে পথে
যাদের পেয়েছি সাথে
                           তারা নয় সুখের সম্বল ।


যুবতী হাওয়ার মতো
উড়ে হৃদয়ের ক্ষত
                        মায়ের করুণ মুখ ভাসে
কাঁটায় বিছানো পথ
কাঁদে আজ মনোরথ
                      পোয়াতি মেঘের সকাশে ।

*****************************