এমন কিছু অন্যায় করিনি
অস্বাভাবিকও নয় ।
শুধু সারাজীবন ধরে ভুলে গেছি জীবনের বর্ণপরিচয়
শৈশবে শেখা বর্ণমালা ।
কেন এত ভুল হল ?
কেন নেমে এল অনুভূতির শিকড়ে
মায়ের জঠর থেকে কালো মেঘের মতন
জীবনের সারসংকলন ?
পড়েছিলাম শৈশবে “ সদা সত্যকথা বলিবে ”
“ কখনো কাহাকেও কুবাক্য বলিও না ।
কুবাক্য বলা বড় দোষ ”।
ওগো প্রভু আমার সব নিয়ে
ফিরিয়ে দাও বর্ণপরিচয়ে
আমি যে শুনছি আমার চারপাশে
জীবনের অশনিগর্জন ।
***************************