যেখানে আগুন ছিল সেখানেই বসে এক মেয়ে
বলেছিল ঝরাপাতার বিকেলে
তোমাকে অনেক অনেক ভালোবাসি ।
সেদিন আমার নশ্বর চোখ দুটি
রূপ দেহ কিছুই দেখেনি
দেখেছিল মেয়েটির অবাধ্য হৃদয় ।
চলে যাওয়া বাধা যদি হয়
যন্ত্রণাক্লিষ্ট দেহের অক্ষরে
সেটুকু ভেবে কিছুই করিনি আমি দাবি
সারাদিন খুঁজেছি কেবল তারই হারানো নাকছাবি ।
রূপে যে আগুন আছে মেয়েটি বোঝেনি
চোখে তার ছিল শুধু জল
আজও আমি দূর থেকে শুনি
টুং টাং বাজে তার মল ।
এও কি বন্ধন ?

*****************************