আমার হৃদয়ে শুধু
চুপ করে বসে আছে
ঝড়
গোধূলিবেলার কথকতা
এখন আমারতো বিবশ হৃদয়
যখন তখন জাগে ব্যথা।
তবু আছে কিছু কাজ বাকি
বৃষ্টি ঝরে না আর
বানপ্রস্থে ঈশ্বরকে নিয়ে আমি থাকি।

ফুল গেছে ঝরে
এক একটি করে
কাকে আর দূরে দূরে রাখি ?
তবু আছে কিছু কাজ বাকি
অবেলায় সব ছেড়ে তাকে শুধু  ডাকি।

           *************