অথচ আত্মহত্যা করার ছিল
করবো করবো ভেবে করা হয়ে ওঠেনি এখনো
যেমন অনেক কথা বলব বলব করে
বলা হয়ে ওঠে না কোনদিন ।
যখন দেখি পৃথিবীর বেশির ভাগ মানুষ
আত্মহত্যা করে মিশে গেছে তিন ভাগ জলে
তখন ভাবি এ তো বড় সহজ কাজ
কাউকে না জানিয়ে পালিয়ে যাওয়া
এ পথ আমার পথ নয় ।
কলস্বনা তটিনীর হাত ধরে ফিরে আসি ঘরে
চিনে নিতে আলোর ঠিকানা
মানুষের চিত্তদ্রাবী মনের ভাবনা ।
অথচ আত্মহত্যা করার ছিল
পারিনি এখনো
দেখি জীবনের খুব কাছে পাখিরা আজও গান গায়
চাঁদ এসে সঙ্গোপনে বসে থাকে ঘরের দাওয়ায় ।
***************************************