আত্মবিশ্বাসের রং ফিকে হয়ে এলে
সাজানো গোছানো সংসার
অকস্মাৎ ঝড়ের আঘাতে ভেঙে পড়ে
স্বপ্নময় দিনগুলি কোথায় যেন হারিয়ে যায়
ফেটে পড়ে কল্পনার নিরর্থক বালির বালিশ ।
তখন দেখিনা আর মিত্রবাবুর মেয়েটি
একা একা ভরসন্ধ্যায় পার্কের ঘাসে বসে
ছেলেটির সঙ্গে সদম্ভে গল্প করছে
শুনি না কারও জনালা থেকে
ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীত ।
ছিঁড়ে যায় হিসেবের খাতা
কেউ বলে না ঘরে কে এল
কে মিশে গেল অচেনা রাতের গর্ভে
সেকথা ভেবে হৃদয়ে নামে অমা ।
সেই রং দিয়ে শিল্পী যে ছবি আঁকে
সেখানে থাকে না তার শিল্পিত মহিমা ।
************************