নিজেকে চিনেছি আমি বৈশাখের খরতাপে পাতার মর্মরে
ভাদ্রের রোদ্দুর খায় সযত্নে লালিত সুখের আবেগ।
যতদিন বেঁচে আছি ততোধিক মরে গেছি
নিজের ভেতরে
দেখেছি আমার ঈশ্বর নেই
দুঃখই আমার ঈশ্বরী
মন থেকে সরে যায় টাকা আর ছলনাময়ী নারী।
তারপরে নৈঃশব্দ্যের কান্না শুনে ঘুমিয়ে পড়ি
না না কেউ নেই মুখ ও মুখোশে
আমি একা আমি নিরীশ্বর
ভেঙ্গে ভেঙ্গে হয়েছি ভঙ্গুর
মনের অতলে ডাকে আমারই মনের  ঝিঙ্গুর।

****************