এতো ভালোবেসে পথ আগলে দাঁড়ায় কারা?
পথের কুকুরগুলি  
ওদের বিস্কুট কিনে খেতে দি বলে।
এতো ভালোবেসে কে জাপটে ধরে পিছন থেকে ?
এ পাড়ার পাগলী মাসী
ওকে ইডলি কিনে খেতে দি বলে।
এতো ভালোবেসে আমাকে দেখেই কে হাসে?
আমার নরন কাকা
আমি চায়ের দোকানের বিল মিটিয়ে দি বলে।
কিন্তু  সুরভি
আমাকে গভীর ভালোবেসে ঘর বাঁধতে না পেরে
এখন রাস্তায় দেখা হলেই থুতু ফেলে কেন  ?
আমার কী গুরুতর অপরাধ ছিল ?
কই নাতো ।
তবে কুকুরগুলি, পাগলী মাসী, নরেন কাকা
যা বোঝেনি, মেয়েটি তা বুঝেছিল ।
জেনেছিল দিগন্তের বুকে আমার ভালোবাসা পড়ে আছে,
বেশি ভালোবাসি মানে আমি ঠিক বহুদূরে চলে যাবো
অতিথি কী শেকলে বাঁধা থাকে চিরকাল ?

                           *********