মানুষকে ভালোবাসতে বাসতে
মনের অলি গলি খুঁজতে খুঁজতে
বুঝতে পারি ভালোবাসা
এক অতিপ্রাকৃত  ভোর ।
সেই পথে নুড়িপাথর অজস্র যদিও
তবু রক্তাক্ত হতে হতে
মানুষের হাসি দেখতে দেখতে
আমি সাগরের কাছে এসে দাঁড়াই
সাগর স্মরণ করিয়ে দেয়
বেঁচে থাকার মূল মন্ত্র
মানুষ জন্মের সারকথা ।
মুহূর্তেই খুলে যায় অতিপ্রাকৃত  ভোরের জগত ।

****************************