হৃদয়ে বসেছে অতিমারি
স্তব্ধ হয়ে গেছে  গান
ফল ফলানোর অবসান
গোধূলিতে ছায়া হলো  ভারি
এখন আর কী দিতে পারি?

শুনি আজ ডাক শুধু তারই
থেকে গেল বহু কাজ
মাথায় পড়েছে বাজ
শ্রাবণের মেঘে অতিমারি
চুম্বন কী আর দিতে পারি?

****************