এবার আলোকে এসো তুমি
কতদিন পড়ে আছো অন্ধকারে
সারা শরীরে শুধু জোনাকির নিরুত্তাপ
কোমল আলোক ।
এসো অবরোধবাসিনী
কথা বলো আলোকের কথা ।
আমি তোমায় প্রণাম করবো বলে
কতকাল বসে আছি ।
দেখা দিয়ে সূর্যালোকে ছিঁড়ে দাও এ বন্ধন
ভিন্নরূপে ছড়াতে অম্লান দ্যুতি
দূর থেকে আমি জানাই প্রণতি ।

*************************