কতো আর ছুটবে?
থেমে আছি জানার জন্য কতো আর ছুটবে?
আসলে সবই থেমে আছে
আমরা শুধু দেখছি পৃথিবী ঘুরছে
ঘড়ির কাঁটা ঘুরছে
মানুষ জীবনযুদ্ধে ঘুরছে
সময় নদীর স্রোতের মতো চলে যাচ্ছে
কিন্তু সবই যে বহুকাল ধরে থেমে আছে
দেখতে পাচ্ছি না
কারণ আমরা স্থির নই বড়ো চঞ্চল অস্থির
যেমন ট্রেনে যাবার সময়ে মনে হয়
আমরাও ছুটে চলেছি।
জন্ম আর মৃত্যুও থেমে আছে
যেদিন মানসচক্ষে আমরা থেমে আছি দেখবো
সেদিন পৃথিবীতে আর আসবো না।
থেমে থাকবো সুখ দুঃখ হাসি কান্না জন্ম
মৃত্যু আর বিপ্রলব্ধ বেদনা থেকে অনেক দূরে।
যা ' অবাঙমানসগোচর '।