আমাকে তোমার করে গড়ে নিতে পারিনি ঈশ্বর
মন হলো মরুভূমি এইদেহ জেনেছি নশ্বর
হৃদয় গহনে তুমি এখনো রয়েছ প্রতিক্ষণ
তবু যেন বহুদূরে ভুলে থাকি স্মরণ মনন।
তমসা রয়েছে মনে বৃথাই আলোক খুঁজে মরি
এ দেহের ইশারায় নেমে আসে বিষণ্ণ দুপুর
হোমাগ্নি শিখাটি তাই জ্বলেনি এ দেহ মন ভরি
শুনিনি কখনো আমি রাঙ্গা দুটি পায়ের নূপুর।
এসো তুমি বসো কাছে রেখেছি হৃদয় দ্বার খুলি
হাত দুটি রাখো হাতে ফুল হোক সুপ্ত ব্যথাগুলি।
********************