এখানো আশাবরী         তবুও প্রাণে বাজে
   যদিও আসেনি সে     একাকী আমি
এখনো অমানিশা      আঁধার  সারা মনে  
    তবুও আশা আছে    রাতের বুকে।

রাতের ভাষাটুকু     বুঝেছি একা একা
  কীভাবে  মনেমনে    সকাল হয়
কখন ইশারায়     কখন তমসায়
কীভাবে দোলাচল   জীবন যায়।

বাজবে একদিন    রাতের ভাষাটুকূ
মনের কোণে কোণে   লহরী তুলে
সেদিন কাছে এসেো   সেদিন কাছে থেকো
যখন রাত হবে    সুরেলা ভোর।

                      ****