আজ এই ধূসর গোধূলিবেলায়
সোচ্চার কণ্ঠে বলে দিতে পারি
সরস্বতী আমার প্রেমিকা।
মেয়েটির প্রেমপত্রে বানান ভুলের মাঝে
হিজিবিজি কিছু দাগ অসমাপ্ত গল্পের মতোই
আজও জাগে বুকের ভিতরে।
কার সঙ্গে খায় সে এখন?
কার সঙ্গে শুয়ে থাকে?
আমার জানা জরুরি নয়,
তবু কেন সারা দেহে বেদনার ঝাপসা পারাবার?
এলবোর নীচে কাঁদে সারারাত
কনুইয়ের গাঢ় অন্ধকার।
*******