তোমাদের ভালোবাসি বলে কাছে গিয়েও
দূর সরে আছি
আরও দূরে সরে যাবো ।
যে চাঁদ গিয়েছে ডুবে একদিন
সে কখন কাছে এসেছিল
আজ আর হিসেব রাখি না ।
খুব কাছে কেউই এসো না
আরও দূরে সরে যাবো ।
সহজেই কাছে যেতে পারি বলে
অতি সহজেই ছিঁড়ে দিতে পারি
জীবনের সকল বন্ধন
ঈশ্বর সকলের খুব কাছে রেখে দিও না মরণ ।
জীবন আমার আজ নদীবক্ষে
ভাসমান শেওলার মতো
ভালোবাসা দিয়ে খুব কাছে পেতে পারি
তবু আমি চিরকাল দূরে সরে যাবো ।
****************************