কত শত কণ্টকক্ষেত্র পেরিয়ে এসেছি
বিশাল সমুদ্রের বিষ পান করে
নীলকণ্ঠ আমি ।
আগুনের আঁচে পুড়ি না কখনো
গঙ্গা রয়েছে জটাজালে
সে তো শীতল
তবু রূপ আর প্রেমের কাছেই
পরাজিত হয়েছি নিমেষে ।
নিরুত্তাপ জোনাকির কোমল আলোক
আমাকে ডেকেছে বার বার ।
তবু আজ দেখে যেতে ইচ্ছে করে
নির্বিষ হয়েছে পৃথিবী
প্রেমময় মানুষের ঘর ,
শ্মশানের বুকে  শুয়ে আজও প্রেম খুঁজে মরি
এ যুগের আমি সেই অর্ধনারীশ্বর ।



*****************************