আমিও তোমার মতো তুমিও আমার মতো নও
তবুও মনের কাছে জীবনের বহু কথা কও
যা কাছের সবই দূরে মিছে খোলা আছে চোখ দুটি ।
আনন্দের নকসি কাঁথা ছিঁড়ে যায় ছিঁড়ে যেতে হয়
যে থাকে বুকের মাঝে সেও করে আড়ালের ভয়
জীবন তাওয়ার মতো তার আঁচ জানে শুধু রুটি ।
সূচের এফোঁড় ওফোঁড়ে কাঁদে সুদূরের আজও
প্রেম যদি
সজল বর্ষার মেঘ কেবলই উত্তাল করে নদী
চোখেও পড়ে না কারো হাতের নাগালে পড়ে
অসংখ্য করোটি ।
যেখানে উচ্ছল প্রিয়া মরণের কে করে সওয়াল ?
সেখানেও বহু কাছে আজও থেমে আছে মহাকাল ।
***************************