আমিওতো চলে যাবো যে পথে সবাই চলে যায়
তবু আমি জেনে গেছি পারাপারহীন বেনোজলে
স্নিগ্ধ জ্যোৎস্নার বুকে নিদাঘের দাবদাহ স্থির
যে গীত গায় না কেউ বাজে সুর আকাশের তলে।
শিল্পের নির্মেদ সত্যে শিল্পী একা কেঁদে কেঁদে মরে
আলোকের বুক থেকে মাধুরী ছিনিয়ে নিতে এসে
বিষটুকু নিয়ে ফেরে তবু তার চেতনা আসেনি
সুস্বাদু মাংসের লোভ জোয়ারের জলে ভাসে শেষে।
কে আর জেনেছে বলো পরিণাম অতি মর্মন্তুদ
নারীর নরম স্তনে ঢাকা আছে নিষিদ্ধ বারুদ।
************