কেমন আছো তুমি ?
মরতে মরতে বেঁচে গিয়ে জীবনের মানে বুঝে গেলে নাকি ?
একথা বলেই রোদ্দুর দাঁড়াল শিরীষ গাছের কোল ছুঁয়ে ।
আমার অঙ্গের আবরণ খুলে রেখে এসেছি যেখানে
সেখানে রোদ্দুর পড়ে না ।
তোমাদের মাঝে থেকে অন্ধকারে অন্ধকার হয়তো হয়েছি
তবু আলোকের পিপাসা নিয়ে দূর থেকে দেখি
যে রোদ্দুর ছড়িয়ে রয়েছে
আমাকেও ছুঁয়ে যাবে হয়তো কখনো ।
আজ দেখি সত্যি মরতে মরতে বেঁচে গিয়ে
পেয়ে গেছি অপাপবিদ্ধের সন্ধান ।
সত্য ও সুন্দর খেলা করে শিরীষের ডালে
আমাকে সে নিয়ে যাবে হাত ধরে
ভুলে যাবো নিয়তির অমোঘ বিধান ।
***************************