পৃথিবীতে মানুষের চাওয়ার শেষ নাই
শুধু বলে চাই চাই আরো কিছু চাই।
জন্ম আর মৃত্যুর দীর্ঘশ্বাস
কতবার আবিল করেছে বাতাস।
এক শ্মশান ছেড়ে অন্য কোন শ্মশানের দিকে
  মানুষ চলে যায় রেখে  দিয়ে ক্ষত আর
সময়ের নদী
বুকে রাত, দিন নেই, অন্ধকার আকাশ অবধি।
শ্মশান কী ভয়ংকর?
মৃত্যু কী ভয়ংকর বলে মনে হয়?

তাহলে জীবনও এক শ্মশানের মতো নির্বিকার
ভয়াবহ অন্য কিছু নয়।