কৃষ্ণচূড়া এই মনে আজ আর গাছ নয়
রক্ত মাংসের যেন প্রেমের শরীরী প্রতিমা ।
তার ডাল তার ফুল সেইসব পাতা
কী করে লুকিয়েছিল যৌবন আমার ?
জানি না এ সখ্যতা কিভাবে যে গড়ে উঠেছিল
এখনো জানি না ।
সেই উদ্ধত গাছটির নিচে
একদিন খল খল করে হেসে উঠতো
প্রেমিকা আমার ।
তার হাসি তার মুখ তার এলোচুল
উসকে দিত বুকের অসুখ
ভরে যেত বুক ।
সূর্যকরোজ্জ্বল সেই ফুলগুলি
কখন যে ছুঁয়ে গেছে যৌবন আমার
এখনো জানি না ।
প্রেমিকা গিয়েছে চলে কবেকার ভোরে
রয়ে গেছে সেই গাছ প্রেমিকার মতো ।
এখন মনে হয় পৃথিবীতে যেখানে যত কৃষ্ণচূড়া আছে
সকলেই আমার প্রেমিকা ।
¡****************************