অনেক পেয়েছি কষ্ট এ মাটির মায়ার মলাটে
তাই আমি সহজেই চিনেছি আকাশ ।
মানুষের কোটি দীর্ঘশ্বাস নীল হয়ে
মিশে যেতে দেখেছি বাতাসে
তারই শরীরী রূপ আমার সকাশে
নিঃশব্দে এসে মরণের কথা বলে যায় ।
যে বসন্ত একবার এসেছিল কোলাহল করে
সে আজ কষ্ট দেখে পাশেও আসে না
দুদণ্ড বসে না আর মাটির মেঝেতে ।
জীবনের কষ্ট-সুধা কাকে দেব ?
কাকে দেওয়া যায় ?
জলজ্যান্ত কষ্টের সম্মুখে জীবন তবুও হাসে
ফুলের মালায় ।
****************************