অনেক ভিজেছি জলে
আর আমি জলস্পর্শ করবো না বলে
ডাঙ্গায় উঠেছি
মানুষের ঠোঁটে ঠোঁট রেখেছি
অশান্ত ঘূর্ণি ঠেলে পড়ন্ত বেলায়।
জল ছাড়া বাঁচি কিনা দেখি
কী আর এমন ক্ষতি হবে?
সবাই জানে জলই জীবন
আমি শুধু জেনে গেছি বার বার ভিজে
জলই জীবন কেড়ে নিয়ে
মানুষের মৃতদেহ ফেলে রাখে তৃষ্ণার্ত ডাঙ্গায়।
আমিও যদি জল জল করে মরি
কে আর জীবনের শুষ্কতায়
মানুষের মুখে দেবে জল নয় মধু ?
কে খুলবে নির্জনে বিশুষ্ক ডাঙ্গায় জীবনের রত্নপেটিকা ?
এরপরে জল ছাড়া বাঁচি কিনা দেখি
কী আর এমন ক্ষতি হবে ?
************