অনেক আকাশ দেখে এইটুকু বুঝে গেছি
মানুষের ধর্ম বলে কিছু নেই
নেই তার ঘর
অনেক নদীর জলে ভেসে গেছে সব
মানুষও হয়েছে নিথর ।
তবু কিছু লাভবান হবে বলে
পৃথিবীর বুক চিরে লালসার করাল থাবায়
মানুষ মরে যায় , রক্ত পড়ে ঝরে
অনেক মৃত্যুর মুখে যে আকাশ জেগে আছে
তার ডাক শোনা যায় পৃথিবীর ঘরে ।
আমি কী সবার মতো নাকি ?
আমি তো আকাশের গায়ে
লিখে যাবো জীবনের গান
জীবন যেখানে গিয়ে থেমে গেছে
ভোঁতা হয়ে গেছে কবে কলহের সকল ব্যাখ্যান ।
*****************************