বাসটায় বাদুড় ঝুলে থাকার মতো যাত্রী
তারই মাঝে একতারা হাতে অন্ধ ঈশ্বর ।
খুচরো পয়সা কটা তার ঝুলিতে ফেলে দিয়ে
হাত পেতে পরমার্থ ভিক্ষা চাই আমি ।
তুমিও হয়েছ অন্ধ হে ঈশ্বর
মায়াবী আঁধারে
অথচ সাগরের যত ঢেউ তার চেয়ে বেশি আলো
তোমার এই সৃষ্টির বিথারে ।
কত পাপে অন্ধ হয়ে একতারা হাতে নিয়ে ভিক্ষুকের বেশে
বিপজ্জনক বাসেও ঘুরতে হয়েছে
পরেছ সহস্র বেদনার কাঁটার মুকুট
মানুষের দেহে অসহনীয় সেই ভার
আকাশের যত তারা তত পাপ ছিল কী তোমার ?

**************************