রবির মায়ের মরণ হল রাতে
গভীর রাতে হবেই শ্মশান যেতে
নিজেকে নিয়ে ব্যস্ত ছিল যারা
রুদ্ধ ঘরে ঘুমোয় এখন তারা
অনাদি ঘুমোলে নাকি ?
এই পৃথিবীর ব্যস্ত মানুষ সব
বিপদ দেখে থাকে না বেশি ,স্তব্ধ কলরব ।
নিজের স্বার্থ অনেকে ভালোই জানে
বাতাস শুধু বলছে কানে কানে
শ্মশান যেতে রইলো না কেউ বাকি ,
অনাদি ঘুমোলে নাকি ?
******************