পুরুষ অসভ্য হলে মেয়েরা তাকেই যদি চায়
আমিও অসভ্য হবো, দস্যুতাকে চিনে নেবো আজ
রেখেছি ফুলের মালা ছিঁড়ে দেবো এই দুটি হাতে
তবুও প্রেমিক হবো মেয়েরা যা চায় দিয়ে যাবো।
ছিলাম ভোরের পাখি বিনামেঘে বজ্রপাত হতে
দেখিনি কখনো আমি, তুমিই বুঝিয়ে গেলে সব
বর্বরতা প্রশ্রয় দিলে সহজে পাওয়া গেলে মন
আমিও অসভ্য হয়ে গুণে নেবো তারা অগণন।
সুসভ্য মানুষ হয়ে আমি যদি তোমাকে হারাই
অসভ্য হতেও রাজি তবু আমি তোমাকেই চাই।