আমাকে আমার মতো কে আর জেনেছে ?
দেখেছে সকলে হেঁটে যেতে কালো রাতে
একা একা নির্জনে আমাকে
তবু তো দেখার আছে বাকি
এই স্তব্ধতার মানে খুঁজে খুঁজে আমার ভিতরে
কতবার ভেঙ্গে গেছে পোশাকীবাবুর চালাকি ।
হেঁটে গিয়ে দেখেছি কখনো
শবাধারে শুয়ে আছে আমার মতন এক
সংসারী মানুষ  , দেহে তার শোকাচ্ছন্ন
ভীতিবিহ্বল রক্তের কণিকা ।
এই মুখ এই দেহ স্তব্ধতায় মিশে গেলে
কে আর জানবে বলো আমাকে আপন করে
মানুষের বুকের গভীরে ?
চলে যাবো বলে বুকে বাজে এক একবার
বেদনার মতো যেন অসীম করুণা
এতকাল পড়ে আছি নিজেকে নিয়েই
আমি তবু আমাকে জানি না ।

********************