আমি  শুধু দেখি নিরন্ন মানুষের মুখ
ম্লান মুখে পড়েছে শোকের ছায়া
আমি তার কতটুকু জানি?
ক্ষুধার করাল থাবা কখনো দেখিনি
তবু  দেখি নিরন্ন মানুষের মুখ
ক্ষুধা ছাড়া আমি আর কিছুই দেখি না ।

আমি দেখি  লটকে আছে চাঁদ বাঁশের ডগায়
কিশোরীর ম্লান মুখে আলো নেই
ভালোবাসা কান্নাক্লান্ত, দারিদ্র্যের ভারে অন্ধকার
আমি ভালোবাসার কতটুকু বুঝি?
শুধু শুনি ভালোবাসা  কাঁদে অন্নাভাবে
আমি আর কিছুই শুনি না
ভালোবাসার কিছুই বুঝি না।

                   *****