আমার বূকে কান পেতে শোন
শুনতে পাবে শ্রীকৃষ্ণের রথচক্রের
ঘর্ঘর শব্দ।
তাঁর স্বপ্নকল্পনার
মহাভারত শুয়ে আছে আজ ফাঁকা মাঠে,
মন্দিরে,মসজিদে,গীর্জায় স্থান হয়নি বলে
আমার মৃতদেহটি ফাঁকা মাঠে
ফেলে রেখে কারা চলে গেছে ।
যাকে বড় বড় দেশনেতারা সনাক্ত করতে পারেনি
গরু চরাতে এসে কয়েকটা রাখাল ছেলে সনাক্ত করে গেল, মানুষটাকে কারা খুন করে ফেলে দিয়ে গেছে
ভারতের বুকের উপরে।
আমাকে মরে প্রমাণ করতে হলো
গুটিকয় ইন্দ্রিয়ের ব্যবহারে নয়,
মানুষের কাছে আমি মানূষ ছিলাম
*****