আমি কারো গুরু নই
বহুদিন শিক্ষকতা করেছি যদিও
তবু গুরু হতে পারিনি এখনো
সে শক্তি ঈশ্বরের কাছ থেকে আসে ।
ছাত্রদের শিষ্য আমি ।
শিখে নিয়েছি অনেক কিছু
উচ্ছলতা নম্রতা ও মাথা নোয়োনার ইতিহাস ।
পিতা মাতা গুরু মোর
পেয়েছি ভক্তি ও শ্রদ্ধা শেখা জীবনে
জরুরি কেন ।
ঐ যে শিশুটি রয়েছে
সে তো আমার গুরু ।
মুখে হাসি সরলতা শিখিয়েছে সে
বয়ে গেছে এই বুকে
পাহাড় থেকে ঝর্ণা লাফিয়ে পড়ার মতো
কলকলিয়ে উঠেছে বার বার ।  
সেই কুষ্ঠরোগী ভিখারিণী
গুরু মোর । এত কষ্টে রয়েছে সে
তবু সে হাসে ।
শিখে নিয়েছি কষ্টেও কি করে হাসতে হয়
জীবনের দুর্বিনীত  বজ্রের হুংকারে ।
ঐ যে ছোট্ট গাখি সে তো আমার গুরু ।
কোন সঞ্চয় না করেও
না খেয়ে গান গাওয়া শিখে নিয়েছি
শ্রাবনের বৃষ্টিতে নিষিক্ত হয়ে নির্জনে একাকী ।
আমি কারো গুরু নই সকলে আমার গুরু ,
ইচ্ছে করে ফিরে পেতে ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রের বুকে পুনরায় জীবনের শুরু।
জীবনের এই গুরুভার
দূর করো তোমাদের পায়ে আজ
করি নমস্কার  ।

****************************