আমি বেঁচে ছিলাম একদিন
মাঠ ঘাট ফুল ফল পাখির ভিতর ।
মদির জ্যোৎস্নার বুকে কিংবা ভীরু ধানক্ষেতে
বেজে উঠেছে আমার পায়ের শব্দ
মৃত্যুকে তাচ্ছিল্য করে কতবার ।
বিষধর সাপ লজ্জায় মুখ লুকোত
আমার দামাল জুতোর শব্দ শুনে ।
বৃক্ষের আসক্ত শিকড়ে চপেটাঘাত  করে
অস্তগামী জীবনের রশ্মি
উজ্জ্বলতর করে দিতে পারতাম।
এখন বেশ বুঝতে পারি
আমি বেঁচে ছিলাম একদিন ।
সেইভাবে বেঁচে থাকা সহজ সরল
সংযমবিহীন যৌবন মাথা নাড়া দিলে
লজ্জা পেত কুমারীর
বুকের সেই স্খলিত আঁচল ।


**************************