তোরা সব ' বাবা দিবস ' না বলে
মন থেকে বল বাবাগাছ।
যদিও  পারে না ছায়া দিতে
তাকে ঘিরে নেই আর ফুল ফল পাখির কৃজন
মাস মাইনে পায় না আর , নয় সে আপনার জন।
এখন সে চলচ্ছক্তিহীন
স্বরও হয়েছে বহু ক্ষীণ
লোলচর্ম লাঠিটি সম্বল
চোখ দুটি অশ্রুসজল।
বৃদ্ধাশ্রমে মুন্ডহীন অন্তরীণ থেকে
একজোড়া চোখ তবু বলে
" আমার সন্তান যেন থাকে দুধে ভাতে "।

*****************