এসো মেয়ে
সর্বাঙ্গে হাত দাও
তারপরে আমাকে বাজাও।
অঙ্গ টিপে টিপে দেখে নাও
নিজেকে কতটা ভেঙ্গেছি
ভেঙ্গেছি জ্যোৎস্নার বুকে
ভেঙ্গেছি দুহাতে অসংখ্য রজনী
চারপাশে ঘোরাফেরা করেছিল অসুস্থ শকুনি
তবু আমি নির্জনে নিজেকে ভেঙ্গেছি।
আর কোনো ভয় নেই
সর্বাঙ্গে হাত দাও
মনুষ্য নামক প্রাণীর কাছ থেকে দূরে নিয়ে গিয়ে
ইচ্ছেমতো আমাকে বাজাও।
******