একদিন উৎপীড়ক রাজা
বিজিত রাজাদের রাজ্যগুলি ফিরিয়ে দিয়ে
নতমস্তকে দাঁড়াবে সমুদ্রের তটে।
ফেলে দেবে তরবারি,ধুয়ে দেবে রক্তমাখা হাত
সমুদ্রের জলে।
খুলে দেবে কোষাগার প্রজাদের কাছে
শুনবে অলৌকিক স্বর
অবারিত বাতাসের হাত ধরে ভেসে যাবে
ছুটবে না রাজ্যলোভে রাতের মায়ায়।
সেই স্বর শুনে হয়তো বলবে সে
পেলাম,তবু তো পেলাম অমলিন ভালোবাসা
এর চেয়ে কী আর পাওয়ার ছিল বেশি?
মানুষের বুকে চুপি চুপি হাত রেখে
খুঁজে পাবে ত্যাগের উজ্জ্বল আলোক
নিষিদ্ধ চিনির মতো রক্তে তার মিশে যাবে
অলৌকিক স্বর।
*******************