পৃথিবীর ধর্ষণকারীর চোখে
অদ্ভূত আঁধারে মগ্ন নারীর স্তন আর যোনি  
তুই পাগলী মা আমার
আমার চোখেই শুধু দিয়েছিস আলোর বেষ্টনী ।

বেশ তো ছিলাম শুয়ে নিশ্ছিদ্র  আঁধারে  
শুনে শুনে বেদনার করুণ চিৎকার  
তুই মেয়ে মনের চারপাশে
দিয়েছিস এক আশ্চর্য আলোর প্রাকার ।

ধীরে ধীরে  সে আঁধারে  ডুবে  যাচ্ছে
মানুষের সংসার সমাজ
কেন আর ওগো নারী
ফুলমালা হাতে নিয়ে বসে আছো আজ ?

ফুলমালা ছিঁড়ে  দিয়ে
হাতে ধরো ছুরি
চিরে দাও ধর্ষণকারীর বুক
দূরে যাক বেদনার মূক বিভাবরী ।

*********************