আঁধারে রয়েছ শুয়ে রেশমের  প্রজাপতি হয়ে
অন্ধকার  ভালো লাগে বুঝি ?
আমি কী নিজেই আলোক দেখেছি
তোমাকে কী করে দেখাবো ?
বরং গল্প শোনাতে পারি  নধর বটের ছায়ায়
চন্দ্রমালা শঙ্খিনীমালার ।
দেখাতে পারি যে ফুল রয়েছে ফুটে
তারও বুকে আলোকের তৃষা কতখানি
পরিব্যাপ্ত  আছে মূঢ় আকাশ আর
বধির বাতাসে ।
সেভাবেই আলোকে এসো
কখনো কবরী বন্ধন সাজাবে না ফুলে আর
ভালোবাসো যদি রেখে দাও আলোকের বুকে ।
কিছুই চাওয়ার যদি না থাকে
বেরিয়ে এসো আমার সম্মুখে
আমি শোনাতে পারি না পাওয়ার আনন্দের গান ।

****************************