আলোকের সন্ধানে এতো কোলাহল করে
মিছে এখানে ওখানে ঘুরে মরো
আলোক সেতো ঘুমিয়ে আছে নিজের ভিতরে
দেখো, ধ্যানে মগ্ন হও
নিজেকে জাহির কেন করো?
অন্ধকার গুঁড়ো গুঁড়ো হলে কোলাহল
প্রতিধ্বনি হয়ে ফিরে আসে
মানুষ কী সহজে মানুষের মতো হয়ে
মানুষকে আজ ভালোবাসে?
শব্হীন হও
আলোকের সন্ধান নিজের ভিতরে খুঁজে
শব্দহীন হতে শেখা আমাদের বড় প্রয়োজন।
****