সবই আঁধারে মগ্ন যদি
এত আলো কোথা থেকে আসে অনিবার ?
সময় নেই হয়তো জানার
মানুষের হৃদয়ে আঁধার বলে
ফিরে ফিরে দেখে দৃশ্যমান বস্তুর মাঝে
শুয়ে আছে মানুষের শব
যার মাঝে আলোকের শুধু পরাভব ।
অথচ আলোক আছে আত্মার গভীরে
একবার ডুবে গেলে আলোর ঝরণায়
ভেসে যায় হৃদয়ের সব অন্ধকার ।
আঁধার বলে যদি কিছু থাকে
সেতো শুধু মানুষের হতাশার আর এক বিস্তার
আলোকের বক্ষস্থলে আঁধারের তীক্ষ্ণ প্রহার ।
*************************