আলো নেই আলোর উৎসব আছে
মানুষ নেই মানুষের মতো ছায়া আছে ।
এইসব রাতের গভীরে
কার সাধ্য আলো দিতে আসে
কে আর আলো হয়ে আসে ?
তবুও আলোর উৎসব
স্মরণ করিয়ে দিল
হৃদয়ের আলোটুকু মানুষের নিজস্ব বৈভব ।
পৃথিবীর মানুষের ঘরে
আজও দেখি যত অন্ধকার
তা কেবল মানুষের হৃদয়ের ক্ষত
আজ আর আলো নেই আলোর উৎসব আছে
মানুষ নেই অন্ধকার মানুষের মতো ।
**************************