বহুকাল ধরে জীবন ও মৃত্যু e
একদিকে দুজন চলে গেছে
তবু মুখোমুখি দেখা হয়নি দুজনে কখনো।
যেমন প্রেমিক প্রেমিকার লালাঝরা মুখ
বড় বেশি কাছের মনে হয়
চলে গেছে হয়তো এক দিকে
তবু অচেনা থেকেই যায় দুইটি হৃদয়।
আমি একা দুঃখ অভিলাষী
শিশুর মুখের লালায় সিক্ত যে জীবন
সেদিকে হাঁটি না
কী করে হাঁটবো বলেো?
চেয়ে দেখি জীবন ও মৃত্যুর মতো
শিশু ও বৃদ্ধ বহুকাল ধরে একদিকে চলে গেছে
তবু মুখোমুখি দেখা হয়নি দুজনে কখনো।