আকাশ বলেছে কথা সকলেই যখন নীরব
একা একা শুয়েছিল মনিমালা বনিকের শব ।
গোপনে গভীরে কত পুঞ্জীভূত বেদনার ঢেউ
হৃদয় মাড়িয়ে দিয়ে প্রিয়াকেও নিয়ে গেছে সেও ।
আকাশ কেঁদেছে শুধু বেদনায় কেঁদেছে কে কবে ?
পশু কিংবা পাখি নয় মনিমালা বণিকই হবে ।
দুপুর গড়িয়ে গেছে কখন জানিনা কোন ছলে
নিদাঘ সুযোগ পেয়ে মরণের কথা গেছে বলে ।
কোথায় জীবন গেল ? কাঁদে আজও কার দ্বারে দ্বারে ?
জীবন গিয়েছে ভেসে বেদনার সেই পারাবারে ।
****************************