অসুস্থ সন্তানের চিকিৎসার খরচ জোগাতে
দেহ দিয়ে এল নারী শ্রাবণের রাতে
চুল তার বাবুইয়ের বাসা
মুখ তার হিরোসিমার ধ্বংসস্তুপ যেন
খুব বেশি দূরে নয় পাহাড়ের পাদদেশে
বলেছে সে দেহটুকু ভোগ করে
দু হাজার টাকা দিতে পারেন?
বর্ষণোন্মুখ মেঘের মতো চোখ নিয়ে আজকের বনলতা সেন।
পালিয়ে এসেছি ছুটে তাই বেঁচে গেছি
জেগেছিল রাতের কিছু তারা
দেখেছি মুখে তার লেগেছিল
জোনাকির নিরুত্তাপ কোমল আলোক
দেহে তার বেজেছিল বেদনামথিত এক
বিষণ্ণ সাইরেণ
দুই হাতে মুখ ঢেকে শুয়েছিল অন্ধকারে
আজকের বনলতা সেন।
**************