আজকাল ছেলেমেয়ে খুব শীঘ্র ভালোবেসে ফেলে
গাছ থেকে ফুল তুলে হাতে দিয়ে অবলীলাক্রমে
ভালোবাসার কথা জানিয়ে দিয়ে আসে।
এই ভালোবাসা বাসি শেষে
মরে যায় অমার্জিত শিল্পিত বিবেক অবশেষে।
আমি তার পেয়েছি প্রমাণ
পেয়েছি দেহের ঘ্রাণ।
কখন কিভাবে যেন এইসব ভালোবাসা
ফুল আর আশা
হয়ে গেছে অজান্তেই পণ্যবাহী জাহাজের মতো।
কিংবা জ্বলন্ত উল্কার প্রচণ্ড আলোতে
ক্ষণকাল পূর্ণচন্দ্র নিষ্প্রভ হয়ে
ডোবার দুর্বাাসিত জলে ডুবে গেছে।
আজকাল ছেলেমেয়ের ভালোবাসা বাসি
বড় বেশি আকস্মিক চুম্বনের মতো।
*******