তোমাকে পৃথিবী অনেক দিয়েছে হাসি
উদ্বেল রাত ছুঁয়েছে তোমার মুখ
মেঘের চুমায় পেয়েছ অতল জল
আকাশের তারা বলেছে থাকতে উচ্ছল ।

তুমি কী শুনেছো কুয়াশার যত শব্দ ?
তুমিতো দেখোনি জীবনের স্রোতোধারা
দেখেছো কেবল জীবনের ধূ ধূ মাঠ
মৃতদেহ  আর আধপোড়া কিছু কাঠ ।

পরাভূত প্রেম বেদনাকে করে সঙ্গী
দিনরাত কেন হাসতেই তব কুণ্ঠা ?
প্রাচীর সামনে প্রাচীরের মতো রাত্রি
চলেছ  শূন্যে অজানা পথের যাত্রী ।

**************************