যত খুশি কেক কেটে জন্মদিন পালন করো
মানুষ এগিয়ে যাচ্ছে শ্মশানের ধারে ।
নিকোনো উঠোনে যে শিশুটি খেলা করতো
বুকে নিয়ে অনুপম স্বপ্নগুলি কিছুদিন আগে
সে শুয়ে থাকে মেয়েদের এলোচুলের মতন
আগুনের নির্লিপ্ত সোহাগে ।
আগুনে পুড়ে না কিছুই
পৃথিবীর সময় চলে যায় শ্মশানের দিকে ।
রজস্বলা নারীর রক্তের দাগের মতোই
মুছে যায় অশ্রুর দাগ
এভাবেই নিজে নিজে শেষ হতে জন্ম হয়
আঁচ পেতে আগুনের নির্লিপ্ত সোহাগ ।
*****************************