নিরন্ন মানুষের গালে চুমু দেবো বলে
দুঃখের অভিঘাত চেয়েছি আমি
অহংকারের মায়াজাল থেকে মুক্ত হতে
আঘাত চেয়েছি বলে এতটা নয় ।
এখন তো হাত পা মেরুদণ্ড ভেঙ্গে চিত হয়ে শুয়ে আছি
কাকে আর বলে যাবো মানুষকে ভালোবাসি আমি
ভালোবাসি ছায়াচ্ছন্ন বিকেলের রোদ
যেখানে মানুষের সকল বিরোধ
সেখানেই আজও নির্বাক ।
মানুষকে তারার কম্পন দেখাবো বলে
আঁধারের বুকে শুয়ে আঘাত চেয়েছি আমি
তাই বলে কী মৃতপ্রায় হয়ে পড়ে থাকতে ?
এখন তো সকলেই আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে
যেখানে আঘাত নেই সেখানেই ছুটে যায়
মুখ থুবড়ে আমি একা পড়ে আছি আঘাতের বুকে
কী করে তারার কম্পন মানুষকে দেখাবো ?
আঘাত চেয়েছি বলে এতটা নয় ।
************************