যে আঘাতে হৃদয়ে হৃদয়ে ফুল ফোটে
সে আঘাত যত খুশি দিতে পারো
আঘাত পিপাসু আমি ।
কতবার পথভ্রষ্ট হয়ে মরে গেছি
পৃথিবীর শান্তি সুখ ভালোবাসা খুঁজে খুঁজে ফিরে
আঘাত কখনো মুখোশ পরে না ।
যদি কেউ দিতে পারো আগুনের মতো
আঘাতের গরল পেয়ালা
পান করে উঠে যাবো হিমাদ্রি শিখরে
পৃথিবীর সুখ শান্তি দেহের উপরে ।
আঘাত পিপাসু আমি
রিরংসার বুক চিরে খুঁজি আজও
নির্বাক ডিমের মতো আঘাতের শূন্য মরুভূমি ।
*****************************