মেয়েটিকে অনেক ভালোবাসি বলে
দূরে সরে যায়
ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়।
আজও হয়তো এসেছিলো
সন্ধ্যাদীপ হাতে
অনেক ভালোবাসি জেনে গেছে
তাই কী সে দূরে সরে গেল ?
" দেবা ন জানন্তি কুতো মনুষ্যা।"
এরপরে আমিই দূরে দূরে থেকে যাবো
তবু সে ধরা দিতে আসবে না জানি
সন্ধ্যাদীপ হাতে...
****